sad bengali shayari
সত্যিই ভালোবাসা কত অদ্ভুত
যাকে কোনোদিন চিনতাম না জানতাম না
আজ তার জন্যই এত কষ্ট হয়
সময়ের সাথে আর বাস্তবতায়
ভালোবাসা কখনো বদলায় না
যদি সেটা সত্যিকারের ভালবাসা হয়।
তাকে না পাওয়ার কষ্টের থেকেও বড় কষ্ট
সে আমাকে কোনদিন বুঝতে চ করল না।
ভালোবাসা হল একপ্রকার আবেগমিশ্রিত বাস্তবতা
যাকে সবাই গ্রহন করতে পারে না।
এসেছি একা যাবো একা
কতো দিন কেটে গেলো
পেলাম না তোমার দেখা
এই জীবনের ট্রাফিক জ্যামে
আমি বড়ো একা
জানেন কি ? পৃথিবীতে এই ৫ টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন
নিষ্পাপ মন
মনের মানুষ
বিশ্বাসী বন্ধু
কষ্টের ভাগিদার
নিঃশ্বার্থ ভালোবাসা
bangla sad shayari image
সুখে ছিলাম ভালোই ছিলাম
যখন ছিলাম একা
চলে যখন যাবেই তুমি
দিয়েছিলে কেন দেখা
ভালোবাসার মানুষ কে চোখ দিয়ে নয়
হৃদয় দিয়ে অনুভব করতে হয়।
অনেক কম সময়ে অনেকটা ভালোবেসেছিলাম
তাই হয়ত খুব অল্প সময়েই অনেকটা কাঁদতে হচ্ছে।
সুখ এমন একটা এপস
যা সবার লাইফ এ ইন্সটল হয় না
কি আসে যায় , যদি তাকিয়ে থাকি তোমার দিকে,
তোমার গহীন মনে তো বনের মতই অন্ধকার
যেখানে , অনুরাগের আলতো স্রোতও চোরাবালিতে হারায়।
জানি কৃষ্ণচূড়ার লালে আজও তুমি অনুরক্ত,
র চেয়েও কি শক্ত আমায় ভালোবাসা?
bangla sad shayari download
ভাবতে তোমার কথা
পেয়েছি কতো ব্যাথা
মনেতে ছিলো আমার
কতো যে জন্তানা
bengali sad shayari wallpaper
পুড়ছি আজও কয়লা হয়ে
জ্বলছে শুধু মন
ভালোবেসে যাব তবু তোমায় আজীবন।
দুক্ষের এই জীবনে
দুক্ষ আমার সাথী
দুক্ষকে ভাগ করে নিতে
হলো না কেউ রাজি
Bengali Sad Sayari
তুমি অন্য কারো জেনেও তোমার কাছে আসি
কারন আজও তোমায় ভালোবাসি।
Bengali Sad Sayari
সাগরে কতো জল
কোরেছো কতো ছল
ভুলতেও পারবোনা
ক্ষমাও কোরবো না
bengali sad shayari image download
sad shayari bengali
সামনের গেটে তুমি , পেছনের গেটে আমি
তবুও যেন কত কাছাকাছি,
অচেনা , তবুও যেন কত চেনা,
হলনা ভালোবাসি বলা,
কারন পরের স্টেশন ই তোমার গন্তব্য।
bengali sad sayari
তোমার আলতো অভিযোগে যে চোখের জল ফেলে
বুঝে নিও সেই তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে।
bangla sad shayari
চ্যাট লিষ্টের টপ থেকে ব্লক লিষ্টের বটম
এককালে ভালোবেসেছিলেন এখন তা খতম।
bengali sad shayari photo
একদিন আমাকে বুঝবে তুমি
সেদিন আর আমি থাকবো না
একদিন আমাকে খুঁজবে তুমি
সেদিন আর আমাকে কাছে পাবে না
bengali sad shayari image
যেতে চেয়েছো যেতে দিয়েছি
পেছন ফিরে ডাকিনি
একটা কথা জানতে চাইছি
তুমি কি আমাকে কোনো দিনো ভালোবাসনি
bengali sad shayari download
জানি আর আসবে না ফিরে
তবুও অপেক্ষায় থাকি আজও
ভালোলাগে অপেক্ষায় থাকতে
কারন, আজও যে আমি তোমায় ভূলিন
আর ভুলবই বা কেন
ভোলার জন্য তো ভালোবাসিনি।
bengali sad love shayari
আমার এই প্রেমের কথা
বলে যাই একা একা
ভুল বুঝে চলে গেলে
আমাকে রঞ্জনা
bengali sad shayari picture
bengali sad shayari pic
ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না
চোলে তো গেলে তুমি
দিয়ে মোরে জন্তানা