bengali love shayari
যতই করিস অপমান
করবোনা অভিমান
কারণ তোকে আমি ভালোবাসি
সারাজীবন তোর সাথেই আছি
জানি তুই ভালো আছিস
অন্যকে ভালোবাসিস
একবার বলবিনা আমি কেমন আছি
তোকে ছাড়া কি করে বেঁচে আছি
নীল আকাশের নীল পাখি
তোমায় আমি ভালোবাসি
মিষ্টি চাঁদের মিষ্টি আলো
তোমায় আমার লাগে ভালো
তুই কোথায় জাবি বল
যেথায় জাবি আমায় সঙ্গে নিয়ে চল
তোকে ছাড়া ভীষণ একা লাগে
আমার মনটি যে তোর কাছেই থাকে
যদি তুমি ভালোবাসো মোরে
তবে কখনো যেওনা চলে দূরে
সারাজীবন আমায় তুমি বুকে টেনে রেখো
আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
তুমি হয়ে গিয়েছো আমার জীবন
তোমায় আগলে রাখবো আমি সারাক্ষন
তুমি আমার মনের আসা
আমার জীবনের শেষ ভালোবাসা
bangla premer shayari
bangla premer shayari
ভালোবাসা টাকা দিয়ে হয়না
তাই মিথ্যে ভালোবাসা বেশিদিন রয়না
ভালোবাসা মন দেখে হয়, রূপ দেখে নয়
সত্যি কারের ভালোবাসায় থাকেনা কোনো ভয়
রাত যেমন চাঁদকে ভালোবাসে
আকাশ যেমন বাতাসকে ভালোবাসে
তেমনি আমিও একজন কে ভালোবাসি
তার জন্য মরতেও রাজি আছি
একটু আধটু রাগ করি তোকে ভালোবাসি বলে
সারাদিন মিস করি তুই থাকিস যখন দূরে
সারাজীবন যত্ন করে আমায় আগলে আগলে রাখবি
যতই দূরে থাকিস না কেনো আমার মনের মাঝে থাকবি
ভালোবাসা কাকে বলে আমি তা জানিনা
কিন্তুু তোকে যে না দেখে আমি থাকতে পারিনা
এটাই যদি ভালোবাসা হয়
তবে আমি তোকে সত্যিই খুব ভালোবাসি
পারবোনা ভুলতে আমি, তোমায় কোনো দিন
ভালোবেসে তোমায় জিতে নিবো, থাকবেনা কোনো ঋণ
কিছু স্মৃতি কিছু পরিচয়
ক্ষনিকের জন্যই হয়
কিছু কথা কিছু ব্যাথা
কখনো ভোলার নয়
bangla premer shayari
bengali shayari love
ও আমার ময়না পাখি
কেনো করিস ডাকাডাকি
যদি কখনো ব্যাস্ত থাকি
রাগ করে দিসনা ফাঁকি
আমি যে তোকে অনেক ভালোবাসি
দুটি মনের ভালোলাগা
ধীরে ধীরে কাছে আসা
কাছে এসে আগলে রাখা
সারাজীবন একসাথে থাকা
এটাই তো সত্যি করের ভালোবাসা
ভালোবাসা দাম দিয়ে কেনা যায়না
তাই ভালোবাসা সবার কপালে হয়না
ভালো তো শুধু তারাই বাসে
যাদের সুন্দর একটি মন আছে
যতই থাকো দূরে দূরে
আছো আমার হৃদয় জুড়ে
হৃদয় মাঝে সারাজীবন তোমায় আমি রাখবো
এভাবেই সারাজীবন তোমায় ভালোবাসবো
পর করে দিওনা আমায়
হৃদয় মাঝে রেখেছি তোমায়
আমায় ছেড়ে দূরে চলে যেওনা
আমার এই মনটি ভেঙ্গে দিওনা
আগের মতো আদর করে একটু ভালোবাস না
দূরে কোথাও যাসনা চলে একটু কাছে আসনা
থাকবি তুই সারাজীবন আমার সাথে সাথে
ছেড়ে চলে যাবিনা আমায় রাখবি পাশে পাশে
ওই সোনা রাগ করিস না একটু কথা বলনা
কাছে টেনে আদর করে একটু ভালোবাস না
তোর মুখের মিষ্টি হাসি দেখতে ভালো লাগে
সারাজীবন যেনো এই হাসিটি তোর মুখে লেগে থাকে
ভালোবাসা কাকে বলে আমি তা জানিনা
কিন্তুু তোকে যে না দেখে আমি থাকতে পারিনা
এটাই যদি ভালোবাসা হয়
তবে আমি তোকে সত্যিই খুব ভালোবাসি
যদি তুমি ভালোবাসো মোরে
তবে কখনো যেওনা চলে দূরে
সারাজীবন আমায় তুমি বুকে টেনে রেখো
আমার স্মৃতি মনের মাঝে যত্ন করে রেখো
মনের মাঝে আকা আছে তোমার রূপের ছবি
তুমি আমার ভোরের আলো, সকাল বেলার রবি
সপ্ন মনে অনেক আছে, সবই তোমায় ঘিরে
সারাজীবন পাশে থেকো যেওনা চলে দূরে
সারাজীবন তোমার সাথে থাকবো পাশাপাশি
ভালোবেসে থাকবো আমি তোমার কাছাকাছি
ভালোবাসা টাকা দিয়ে হয়না
তাই মিথ্যে ভালোবাসা বেশিদিন রয়না
ভালোবাসা মন দেখে হয়, রূপ দেখে নয়
সত্যি কারের ভালোবাসায় থাকেনা কোনো ভয়
ভালোলাগে আকাশের দিকে তাকিয়ে তারা গুলো গুনতে
ভালোলাগে পাশে বসে তোমার কথা শুনতে
ভালোলাগে তোমার ওই হাতটি ধরে রাখতে
ভালোলাগে সারাদিন তোমার পাশে বসে থাকতে
bangla premer shayari
bangla premer shayari
জানিনা কি দিয়ে গড়েছে তোমায় ভগবান
আমাদের ভালোবাসার কোরোনা অসম্মান
সারাজীবন তোমায় অনেক সুখী রাখবো
হাতটি ধরে সারাজীবন এক সাথে বাঁচবো
কি করে বোঝাবো কতটা ভালোবাসি
আমি যখনি তোমার কাছে আসি
Herat Beat বেড়ে যায়
একেই হয়তো সত্যি কারের ভালোবাসা কয়
আমার সব সপ্ন তোমাকে ঘিরে
তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান হিরে
হীরের চেয়েও দামী তোমার ওই মন
তাইতো তুমি আমার আপনজন
সারাজীবন ধরে রাখবো আমি তোমার হাত
আমার কাছে তুমি বন্ধু আকাশের ওই চাঁদ
চাঁদের মতো ছাদ হয়ে মাথার ওপর থাকবো
সারাজীবন বন্ধু তোমায় আগলে আগলে রাখবো
ওই বাবু একটু কথা বলনা
আদর করে একটু ভালবাস না
কাছে এসে একটু ভালোবাসবি
বুকের ভিতর জড়িয়ে আমায় রাখবি
তোমার কথা মনে করি আমি নিরবে
তোমার কাছে আসি আমি মনের অনুভবে
আড়াল হলেই মিস করি চোখের প্রতি ফলকে
আমার সাথে আছো তুমি প্রতি নিশ্বাসে নিশ্বাসে
একটু আধটু রাগ করি তোকে ভালোবাসি বলে
সারাদিন মিস করি তুই থাকিস যখন দূরে
সারাজীবন যত্ন করে আমায় আগলে আগলে রাখবি
যতই দূরে থাকিস না কেনো আমার মনের মাঝে থাকবি
bangla premer shayari
love shayari in bengali for girlfriend
সত্যি কারের ভালোবাসা পাওয়া বরো দায়
মিষ্টি কথা বলে সবাই মন ভোলাতে চায়
সত্যি কারের ভালোবাসা রূপ দেখে হয়না
মিথ্যে ভালোবাসা বেশিদিন রায়না
অন্য কারো সুখের কারন হয়ে আপনি যে সুখের অনুভুতি পান,
সেটিকেই সবচেয়ে বড় সুখ বলা হয় ।
ভালোবেসে তোমায় নিয়ে সুখের ঘর বাঁধবো
তোমায় নিয়ে সেই ঘরেতে একসাথে তে থাকবো
আসবেনা কোনো বিপদ যদি তুমি সঙ্গে থাকো
এভাবেই সারাজীবন আমার হাতে হাতটি রেখো
যতো দিন এই দেহে থাকবে নিশ্বাস
তোমাকে নিয়ে করবোনা অবিশ্বাস
কারণ
বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না
অবিশ্বাসের ভালোবাসা বেশিদিন রয়না
ওই সোনা রাগ করিস না একটু কথা বলনা
কাছে টেনে আদর করে একটু ভালোবাস না
তোর মুখের মিষ্টি হাসি দেখতে ভালো লাগে
সারাজীবন যেনো এই হাসিটি তোর মুখে লেগে থাকে
bangla premer shayari
bengali love shayari for girlfriend
ভালোবাসা পাপ নয়, নয় অবহেলা
ভালোবাসা নিয়ে তোমরা করোনা কোনো খেলা
ভালোবাসা দুটি মনের গভীর একটি টান
ভালোবেসে ভালোবাসার করোনা অপমান
আমি তোমায় ভালোবাসতে চাই
সারাজীবন পাশে থাকতে চাই
সারাজীবন অনেক ভালোবাসবো
তোমার পাশে থাকবো
জানিনা কেমন আছো
জানিনা কোথায় আছো
যেথায় আছো ভালো থেকো
ভুলে আমায় যেওনা তুমি, একটু মনে রেখো
ভালোবাসি তাই কখনো ভুল বুঝিনি
ভালোবাসি তাই অন্য কাউকে খুঁজিনি
ভালোবাসি তাই হারাতে ভয় পাই
ভালোবাসি তাই আমি তোমাকেই চাই
আগের মতো আদর করে একটু ভালোবাস না
দূরে কোথাও যাসনা চলে একটু কাছে আসনা
থাকবি তুই সারাজীবন আমার সাথে সাথে
ছেড়ে চলে যাবিনা আমায় রাখবি পাশে পাশে
bangla premer shayari
shayari love bengali
অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি, সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লিখা, অপুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষায় থাকা ।
ভালোবাসি কি না তা জানিনা
কিন্তূ তোমাকে না দেখে থাকতে পারি না
জানিনা এটা ভালোলাগা নাকি ভালোবাসা
শুনেছিলাম ভালোলাগা থেকেই সৃষ্টি হয় ভালোবাসা
ওই সোনা একটা কথা দিবি?
আমায় নিজের করে নিবি
ওই তুই আমার সাথে থাকবি
শুধু একটু ভালোবাসবি
জানিনা আমার কি হলো
আমার মনটা কোথায় গেলো
পারছিনা আর তোকে ছাড়া
মনটা আজ সঙ্গী হারা
তোমার কথা মনে করি আমি নিরবে
তোমার কাছে আসি আমি মনের অনুভবে
আড়াল হলেই মিস করি চোখের প্রতি ফলকে
আমার সাথে আছো তুমি প্রতি নিশ্বাসে নিশ্বাসে
bangla premer shayari
love shayari bengali language
তুমি আমার সেই কবিতা
যাকে বুঝতে লাগে অনেক প্রতিভা
তুমি আমার সেই আসা
যাকে পেতে লাগে অনেক ভালোবাসা
তোমায় নিয়ে স্বপ্ন দেখি আমি সারারাত
তোমার পাশে আছি আমি রেখে হাতে হাত
তোমার হাতটি শক্ত করে ধরে আমি রাখবো
সারাজীবন আমি তো যে তোমার পাশেই থাকবো
মনের মাঝে সারাজীবন লুকিয়ে তোকে রাখবো
আদর করে তোকে আমি ভিষন ভালোবাসবো
সারাজীবন এভাবেই আমার পাশে থাকিস
তোর মনের মাঝে যত্ন করে আমার একটু জায়গা রাখিস
পারবোনা ভুলতে আমি, তোমায় কোনো দিন
ভালোবেসে তোমায় জিতে নিবো, থাকবেনা কোনো ঋণ
কিছু স্মৃতি কিছু পরিচয়
ক্ষনিকের জন্যই হয়
কিছু কথা কিছু ব্যাথা
কখনো ভোলার নয়
যতো দিন এই দেহে থাকবে নিশ্বাস
তোমাকে নিয়ে করবোনা অবিশ্বাস
কারণ
বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না
অবিশ্বাসের ভালোবাসা বেশিদিন রয়না
ওই বাবু একটু কথা বলনা
আদর করে একটু ভালবাস না
কাছে এসে একটু ভালোবাসবি
বুকের ভিতর জড়িয়ে আমায় রাখবি