রাতের এই ঘনো ঘটায়, তারার ওই জোস্নায়
দেখেছি কতো মেলা, কেটেছে সারা বেলা
চাঁদের ওই সুন্দর রূপ টাতে
দেখেছি কতো স্বপ্ন তোমার ওই মুখটাতে
☳☳☳ শুভ রাত্রি ☳☳☳
নদীর কুলে ফুল ফুটেছে দেখার কেউ নাই
রাতের বেলা তোমায় আমি Good Night জানাই
ফুলের মাঝে ভেসে আসে কতো মধুর গন্ধ
শায়ারী তে লিখে বেড়াই আমার মনের ছন্দ
আকাশ কুলে মেঘ করেছে
সূর্য ঠাকুর ঘুম দিয়েছে
পাখিরা সব বাসায় গেছে
শুভ রাত্রি হয়ে এসেছে
Suvo Ratri Sms in Bengali for Lovers
কোকিল পাখি ডাকছে তোমায় কতো মধুর সুরে
তারার মাঝে জোস্না ঝরে ছোট্ট নদীর তীরে
দূর আকাশের দূর পথে দেখা যায় চাঁদের আলো
বন্ধু এখন শুয়ে পরো, বলছি যে অনেক রাত্রি হলো
দূর আকাশের অচিন পাখি কতো কি যে বলছে
তারার মাঝে মৃদু মৃদু আলো তো জ্বলসে
রাতের আলো হয়েছে ভীষণ কালো
রাত হয়েছে বন্ধু আবার ঘুমাতে চলো
Read More ⫸ Sad shayari bengali
নিঃশব্দ আকাশ নিঃশব্দ বাতাস পাখিরাও সব হয়েছে চুপ
তোমার কথা এখন আমার মনে পড়ছে খুব
তোমার কথা ভেবে ভেবে সূর্য ঠাকুর ডুবে গেলো
রাতের বেলা আলো ছড়াতে চাঁদ মামা নেমে এলো
∭∭∭ গুড নাইট ∭∭∭
প্রজাপতি আজ মেলেছে পাখনা
ভুলে গেছি সব মনের ভাবনা
আকাশে উঠেছে মিষ্টি একটা চাঁদ
শুয়ে পরো, হয়েছে এখন গভীর রাত
রাত্রি ও অনেক হলো, গভীর রাতে ঘনিয়ে এলো
পাখিরা সব ঘরে ফিরলো, তারারা সব জানিয়ে দিলো
চোখেতে ঘুম এলো, রাতটা তোমার কাটুক ভালো
ঘুমের পরি নেমে এলো বলছে শুতে যাও
ঘরে গিয়ে চোখটা বুজে নিশ্চিন্তে ঘুমাও
পরির দেশে নিয়ে যাবো, করবো কতো খেলা
সারারাত কেটে যাবে কাটবে সারা বেলা
⋐⋐⋐ গুড নাইট ⋑⋑⋑
কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে
রেখেছি কতো যত্নে তোমাকে এই হৃদয়ে
কতো রাত জেগেছি তোমার চোখে চোখ মেলে
রাত জেগে বসে আছি তুমি আসবে বলে
⋞⋞⋞ গুড নাইট ⋟⋟⋟
Suvo Ratri Sms in Bengali for Friends
good night love message in bengali
দিনের শেষে রাতের মাঝে খুঁজবো তোমাকে
স্বপ্নে বন্ধু রাতের মাঝে পাবে আমাকে
চাঁদের আলো ফুটবে যখন, স্বপ্নে বন্ধু আসবো তখন
তুমি হবে আমার মনের আপনজন
রাত জেগে শুয়ে শুয়ে তোমার কথা ভাবি
মনের মাঝে যত্ন করে তোমাতে ছবি আকি
থাকবো কাছাকাছি চলবো পাশাপাশি
যেওনা দূরে চলে আমাকে দিয়ে ফাঁকি
শিউলি ফুলের গায়ে থেকে বেরিয়েছে কতো ঘ্রান
শিউলি ফুলের ঘ্রানে ভিজেছে আমার প্রাণ
লিখেছি কতো কথা ফুলের ওই পাতায়
লুকিয়ে আছে কতো সৃতি আমার ওই কথায়
㋡㋡㋡ শুভ রাত্রি ㋡㋡㋡
বন্ধ করো তোমার দুটি আখি
লিখেছি চিঠি পৌঁছে দিবে তোমায় মন পাখি
Good Night বলে দিয়ো আমায় চিঠিতে
মনে রেখো আমায়, তোমার স্মৃতিতে
অন্ধকার ঘনিয়ে এলো, চাঁদ মামার উদয় হলো
যাবার আগে শুভ রাত্রি বলে দিয়ো
কালকে আবার কথা হবে, কথাটা মনে রেখো
এভাবেই সারাজীবন আমার পাশে থেকো
দিন কেটেছে রাত হয়েছে সূর্য গেছে ডুবে
মাথার ওপর চাঁদের আলো জোস্না ছড়াচ্ছে
জোস্নার ছোঁযায় চাঁদের আলোয় ঘুম টা দিয়ো ভালো
বন্ধু তুমি আমার সাথে শুভ রাত্রি বলো
দিন কাটলো রাত আসলো, আসলো কতো আসা
আসার মধ্যই লুকিয়ে আছে গভীর ভালোবাসা
বাসবো ভালো চলবো সাথে থাকবো পাশাপাশি
রাতের বেলায় চাঁদের আলোয় থাকবো কাছা কাছি
⍨⍨ Good Night ⍨⍨
রাত হয়েছে ঘুমিয়ে পরো কালকে কথা হবে
চন্দ্র মামা আকাশ জুড়ে জোস্না ছড়াবে
রাতের বেলায় আলগা হওয়ায় ঘুম ঘুম চোখ
বন্ধু তোমার আজকের রাতের ঘুম টা ভালো হোক
জবা গাছে ফুল ফুটেছে দেখতে খুব লাল
বন্ধু তোমার পাশে থাকবো চিরকাল
মাঝ রাতেতে ঘুম ভেঙেযায় ফুলের সুঘন্ধে
রাতের বেলা ঘুমিও ভালো, ঘুমিও না মন্দে
চাঁদের আলো লাগছে ভালো সাথে ঠান্ডা বাতাস
চাঁদের আলোয় জোস্না হলো জুড়ে সারা আকাশ
জোস্না আকাশে ঠান্ডা বাতাসে পাখির ঝিকিমিকি
বন্ধু আমার ঘুমিয়ে পরো শুভ রাত্রি লিখি
নিশির রাতে তোমার হাতে রাখবো আমার হাত
ঘুমিয়ে পরো সোনা আমার হয়েছে অনেক রাত
ঘুমের পাখি ডেকে ডেকে আমার কানে কয়
ঘুমিয়ে পরো রাত হয়েছে নেইকো কোনো ভয়
bangla good night sms
suvo ratri sms in bengali
ভয় পেওনা আছি পাশে ভেবোনা তুমি একা
চন্দ্র মামা স্বপ্নে এসে দিবে তোমায় দেখা
মাথার ওপর চন্দ্র মামা আলো ছড়িয়ে আছে
সারাজীবন থাকবো সাথে তোমার পাশে পাশে
চোখেতে ঘুম ঘুম লাগছে নেশা নেশা
রাত্রি হলেই শুয়ে পরো নতুন স্বপ্ন দেখার আসা
রাত্রি মানেই খোলা পথে হাত ধরে চলা
রাত্রি মানেই ঘুমিয়ে পরো Good Night বলা
ঝিঝি পোকা গাইছে গান বলছে ঝিকিমিকি
বন্ধু তোমায় SMS এ Good Night লিখি
রাত হয়েছে আলগা করে চোখটা তুমি বুজো
বন্ধু এবার সপ্নতে আমায় তুমি খোঁজো
দিনের শেষে সূর্য ডোবার পরে গভীর রাত্রি
নিঝুম রাতে চাঁদের আলোয় হয় শুভ রাত্রি
রাতের বেলা নিঝুম রাতে করো স্বপ্নে খেলা
রাত পোহালে সকাল হলে আসবে নতুন বেলা
⍣⍣⍣ Suvo Ratri ⍣⍣⍣
দূর পথেতে সোনা যায় পাখির মিস্টি মধুর ডাক
চোখটা বুজে ঘুমিয়ে পরো হয়েছে অনেক রাত
চোখটা বুজে ঘুমিয়ে পরো স্বপ্ন দেখো ভালো
সব কিছুই ঘুমিয়ে পড়েছে আকাশ টা হয়েছে ভীষণ কালো
✰✰✰ Suvo Ratri ✰✰✰
আকাশে রয়েছে কতো মিষ্টি মধুর তারা
মনটা হারিয়েছে আজ ওই চাঁদের পাড়া
চাঁদের পাড়াতে বন্ধু আমি তোমার দেখা পাই
এখন শুধু শুয়ে শুয়ে Good Night গাই
স্বপ্নে বন্ধু রাতের বেলা করবো খেলা খেলা
এভাবেই থাকবো পাশে কাটবে রাতের বেলা
দিনের শেষে নিশির রাতে ঘুম টা দিও টাইট
তোমায় বন্ধু এখন আমি জানাই Good Night
suvo ratri sms in bengali
good night bangla
দিনের বেলা সূর্য ঠাকুর ডুব দিয়েছে
রাতের বেলা চন্দ্র মামা ফিরে এসেছে
সূর্য ঠাকুর সেজে গুঁজে আসবে দিনের পরে
রাতের বেলা ঘুম টা দিয়ো চাঁদের আলো ধরে
☾☾☾ Suvo Ratri ☾☾☾
ঘুমের ঘোরে গাইবো গান, বলবো কতো কথা
রাত্রি জুড়ে ভাগ করে নিবো মনের সকল ব্যথা
তোমার সুরে দিবো সুর, রাখবো হাতে হাত
একসাথে কাটবে জীবন, কাটবে সারা রাত
☾☾☾ Good Night ☾☾☾