Skip to content
Home » 108+ Good Morning In Bengali || Bangla sms Wish

108+ Good Morning In Bengali || Bangla sms Wish

good morning in bengali

ঘুম ভাঙ্গানো গান শুনিয়ে
গাছের শাখায় ডাকছে পাখি
ভোর হয়েছে উঠে পড়ো
এবার খোলো ঘুমন্ত আঁখি
তাকিয়ে দেখো রবির আলো
মুছিয়ে দিলো রাতের কালো
””≈ সুপ্রভাত ≈““ &””≈ শুভ সকাল ≈““
“শিশিরে শিশিরে ভেজা সবুজ মেঠো পথে
ভালো লাগে পায়ে পায়ে চলা
ভালোবাসি দুজনে বসে মাটির অঙ্গিনাতে
সুখ দুঃখের গল্পটা বলা
গন্ধটা বুকে নিয়ে সোদা মাটিটাকে ছুয়ে
ফসল বিলাসী কোনো হওয়া
নবান্নের কথা কয়ে ধীরে ধীরে যাবে বয়ে
খুশি হবে স্বপ্নে ছোয়া”
•••• শুভ সকাল ••••
good morning in bengali
“রাতটা যে ভোর হলো দুজনে দুচোখ মেলে
দেখবো ফুলেদের ফোটা
রাখল বাজিয়ে বেনু চড়াতে সে যাবে ধেনু
দেখবো বসে সূর্য ওঠা”
“””””শুভ সকাল””””

Popular linksbangla shuvo sokal message || shuvo sokal sms || shuvo ratri sms

গুড মর্নিং/সুপ্রভাত
“সোনার ফসল গেছে ঘরে রিক্ত মাঠ তাই একাকী পরে
পায়ের চিহ্ন পথ কেটেছে শূন্য মাঠের বুকটি চিরে
কুয়াশর ওই ঘোমটা ঢেকে সূর্য কোথায় লুকিয়ে ছিল
পাখির ডাকের মিষ্টি সুরে ছড়ায় রোদের সোনা আলো”
“”””গুড মর্নিং/সুপ্রভাত””””
good morning in bengali
“সোনা রোদ ভেজা কোনো হীরা নদীর বাঁকে
পাতা ঝরা মেঠো পথে বাঁশ বোনের ফাঁকে
দেখেছি আমি বারে বারে মনে প্রাণে অন্তরে
আমার হৃদয় ভরানো সোনার বাংলাকে”
“শুভ সকাল”
“পাখির সুরে মিষ্টি করে
বলছি তোমার নামটি ধরে
উঠে পর বন্ধু এবার
সকাল হয়েছে কোন সে ভোরে
এখনও কি থাকবে শুয়ে
বুলবুলি যায় গান শুনিয়ে”
**** গুড মর্নিং ****

bengali good morning image

good morning in bengali - bengali good morning image
রোজ সকালে দীঘির জলে
পানকৌড়ি দেয় ডুব,
এখনও কি তুমি শুয়ে আছো
ঘুম দিচ্ছো খুব !
চোখের পাতা খোলো এবার
দেখো প্রকৃতির বাহার
তোমার জন্য অপেক্ষা করছে
রঙিন স্বপ্ন হাজার।
≈°~ শুভ সকাল & গুড মর্নিং ~°≈
সকাল হলে ডাকে পাখি
গন্ধ ছড়ায় ফুল,
নদী বোয়ে যায় আপন মনে
ভরিয়ে দুকূল,
নীল আকাশে উড়ে বেড়ায়
কালো কাকের সারি,
প্রকৃতি আজ রঙ ধরেছে
আহা রকমারি,
≈°~Suprobhat & Suvho Sokal~°≈
good morning in bengali
“জানালা দিয়ে ভোরেরআলো আসুক তোমার ঘরে
ভালোবাসার গন্ধে যেনো সরা ঘড় যায় ভরে
সুর ধরবে বুলবুলিটা সোনা রোদের গানে
দুষ্টু হাসির মিষ্টি হওয়া লাগুক তোমার প্রাণে”
”” শুভ সকাল”””
good morning in bengali
ভোরের আলোয় ঘুম ভাঙলে
দেখবে সূর্যি মামা,
দ্বার খুলে যেই বাইরে যাবে
পাবে সবুজের ছোঁয়া,
চড়ুই আর বুনো শালিক
কতো অজানা পাখি
ওদের দেখে জুড়িয়ে যাবে
তোমার দুখানি আঁখি,
চারিদিকে কতো কিছু যে
প্রকৃতি সাজিয়ে রাখে
দেখতে পাবে সব কিছু তুমি
উঠো যদি সবার আগে,
... শুভ সকাল ...
good morning in bangla
কাগজ ওলার শুরু বাড়ি বাড়ি যাওয়া
কে জানে কোন খবরে শুরু হবে দিন
চেনা গাছে খেলে যায় সকালের হওয়া
যোতোযাই হোক ফুল এখনও রঙিন
☼(ˆ◡ˆ)☼সুপ্রভাত☼(ˆ◡ˆ)☼
good morning in bengali
নতুন সকালে ভুলে যাও সব পুরনো কথা
বেদনা ভরা রাতের ভুলে যাও সব ব্যথা
স্বাগত জানায় তোমায় ভাবনা ঢাকা দিন
ছুয়ে দেখো হটাৎ পাওয়া স্বপ্নমাখা মধুরক্ষণ
☼(ˆ◡ˆ)☼ Good Morning ☼(ˆ◡ˆ)☼
good morning in bengali
ভোরের পাখি উঠলো ডাকি
সূর্য দিলো আলো।
রবির আগে উঠো জেগে
দিনটা কাটুক ভালো।
হৃদয় ঘরে মিষ্টি সুরে
বলবে পাখি এসে,
বন্ধু সুজন হোকনা কূজন
থাকবো ভালোবেসে।
≈^≈ Good Morning ≈^≈
good morning in bengali
good morning in bengali - bengali good morning image
পূর্ব দিকে সূর্যি মামা
মিটি মিটি চায়
ভোরের পাখি গান শুনিয়ে
দিগন্তে মিলায়।
বাগিচার ওই ফুল গুলো সব
মাথা তুলে দাঁড়ায়
শিউলি ফুলের গন্ধে ভরা
বাতাস বয়ে যায়
≈শুভ সকাল≈
পূব আকাশে রবির আলো
বলছে এবার আঁখি খোলো
আঁধার কটে জ্বলেছে আলো
সারাটা দিন কাটুক ভালো
তেমনি করে বলছি আমি হতে রেখে হাত
উঠে পর বন্ধু তুমি হয়েছে সুপ্রভাত
≈°~Good Morning & Suvho Sokal~°≈
good morning in bengali
মিষ্টি সকাল বলছে হেঁসে
ভরিয়ে দেবো মন আবেশে
শিশির মাখা ঘাসের ডগায়
গাছের ছায়ায় লতায় পাতায়
পূব আকাশে রবির আলো
সারাদিন তোমার কাটুক ভালো
... শুভ সকাল ...
good morning in bengali
Suvho Sokal
আমি তোমার ভোরের পাখি
বলছি এবার খোলো দু আঁখি
রাতের তারা দুর আকাশে
কোন সকালে মিলিয়ে গেছে,
চারিদিকে আলোর মেলা
হয়েছে দেখো অনেক বেলা,
““গুড মর্নিং + শুভ সকাল””
good morning in bengali
রাত্রি শেষে সকাল হলো
এবার তুমি দুচোখ খোলো
উঠে পড় বন্ধু আমার
এখন সময় কাজে যাবার
... শুভ সকাল ...
good morning in bengali
“আকাশ জুড়ে পাখিদের দল ভোরের বার্তা নিয়ে এলো
এবার তুমি খোলো আঁখি কানে কানে বলে গেলো
চাঁদ ফুল ফোটার সময় কখন বুঝতে পারে তারা যখন তখন
রোদের আলোয় ঝিলমিলিয়ে ডানা মেলে কথায় উরে গেলো”
**** শুভ সকাল ****
ভোরের আকাশ শান্ত বাতাস
শিশির ভেজা মাঠ,
ঘুম থেকে উঠে পরো
হয়ে গেছে সুপ্রভাত,
°° Good Morning °°
good morning in bengali
good morning in bengali
দিনের পাখিরা দেখো মেলেছে ডানা
রাতের পরীরা ভুলেছে এখন ঠিকানা
রোদের আবেশে জাগুক তোমার চোখ
দূর থেকে ডেকে দেয়াটুকু আমার হোক
“☼ সুপ্রভাত বন্ধু☼ ”

সকাল বেলা এসো শিশির ভেজা ঘাসে
ভর দুপুরে ভেসো রোদের আশপাশে
বিকেলে যখন রোদের মেলা দেখবে চোখ খুলে
তখন তুমি আমার হাসি যতনে রেখো তুলে
মেঘের সাথে চাঁদ যখন করবে অভিমান
তখন আমি তোমায় দেবো প্রেমের অভিধান
””☼ গুড মর্নিং ☼””
good morning in bengali - bengali good morning image
রাত্রিতে স্বপ্ন দেখে
ঘুম ভেঙেছে আজ
মনে পড়ে স্বপ্ন গুলো
লাগেনা ভালো কাজ
স্বপ্ন গুলো মধুর ছিলো
বলি কেমন করে…….
অনেক তোমায় বাসিভালো
বলছি সত্যি করে।
““শুভ সকাল & গুড মর্নিং””
good morning in bengali
শিশির মাখা মৃদু বায়ে
আলোর আভাস লাগুক গায়ে
রোদের আলোয় মন ভরিয়ে
উঠে পরো হেঁসে,
সুপ্রভাতের শুভেচ্ছা জানাই
তোমায় ভালোবেসে,
... শুভ সকাল ...
নতুন সকাল আসুক নিয়ে
নতুন নতুন আশা
চারিদিকে ছড়িয়ে পড়ুক
সুখ আর ভালোবাসা
~~Shuvho Sokal~~
good morning in bengali
subho sokal
সকাল হলো মুছে গেলে
রাতের যতো কালো,
রবির কিরণ করো বরণ
দিনটা কাটুক ভালো,
≈≈Subho Sokal≈≈
পাখিরা সব উরে বেড়ায়
রঙ বাহারি মেঘের ভেলায়,
ভোরের আলোয় ঊষা রানী
শেষ করেছে কাল রজনী,
ফুলের সুবাস লাগুক প্রাণে
সকাল শুরু রবির গানে।
≈ shuvo Sokal Good Morning ≈
তোমার চোখে নিজেকে দেখতে শেখা
একটা করে হাজার স্বপ্নকে গাঁথা
শূন্য মনে ভাঙ্গা স্বপ্ন দেখা
শুন্যতার না মেলা অঙ্ক কষা
”☼শুভ সকাল ☼”
ফিয়ে পাখি যায় যে উরে লেজের ফিতে দুলিয়ে
শিস দিয়ে যায় শ্যামা পাখি খেয়ালি মন ভুলিয়ে
চড়াই পাখি বরাই করে টুংরি নাড়ে গানটি ধরে
ময়না বলে খুব হয়েছে মন ভুলেছে সুরের ঝরে
☼(ˆ◡ˆ)☼Subho Sokal☼(ˆ◡ˆ)☼
ভোরবেলা রাঙা আলো ঝোলমল
উরে আসে প্রজাপতি আর অলিদল,
কত পাখি গায় গান সারাক্ষন
সেই গানে মেতে উঠুক তোমার প্রানমন
☄সুপ্রভাত☄
good morning in bengali
সকালবেলার সোনা রোদে চলছে পাখির জলসা গান
কান পেতে রই শুনতে আমি তাদের কুহুকোলতান,
বুলবুলিতে গান ধরেছে শালিক টিয়া মান করেছে
টুনটুনি ওই খেজুর পতায় তার ছোট্ট ঘর বেঁধেছে
☼(ˆ◡ˆ)☼GOOD MORNING☼(ˆ◡ˆ)☼
“কি মিষ্টি আলোর সৃষ্টি ভোরবেলা
দুপুরে ঝিমায় ব্যাস্ত রাস্তা
সূর্য হাকে আগুন সস্তা”
☼ •••• GOOD MORNING •••• ☼
“পৃথিবীর মুখ আমি দেখেছি তোমার মুখে
বিভোর হয়ে অপলকে
দুচোখে আমার স্বপ্ন দিয়ে
নিজেই তুমি স্বপ্ন হলে”
↜Good Morning↝
“ঝরে শিশির ভোরের আশায় রোজ
রাতের কালো হয়েছে নখিজ
ভোরের আলো ছড়িয়ে চারিদিক ঝিকমিক
মন আজ সারাদিন বলবে কথা করেছে ঠিক”
~good morning~
good morning in bengali
“মৃগনাভির গন্ধে যেমন হারায় মৃগ তার চেতন
শিউলি ফুলের সুভাসেতে ভরুক তোমার মন”
☼(ˆ◡ˆ)☼Suprovat☼(ˆ◡ˆ)☼
“অনেক আকাশ পেরিয়ে মেঘেদের দল
ছবি আঁকে নদীর বুকে রঙের কোলাহল”
•••• শুভ সকাল ••••
“ভোরের আকাশে তুমি যেনো সুখ তারা
চলেছ গগনে তুমি, এখানে আমি দিশাহারা”
Subho sokaler suvechha niyo
“ঘুম ভেঙে জাগে নতুন পৃথিবী
জেগে উঠে নতুন জীবিন
নতুন আশাতে নতুন ভাষাতে
ভরুক তোমার দুই নয়ন”
•••• ☼GOOD MORNING☼ ••••
“তুমি আর আমি সকালের ফোটা ফুল
ভরাবো দুজনে ভালোবাসার দুটি কূল”
••••good morning••••
good morning in bengali
“রাতের আঁধার পেরিয়ে কুয়াশা চাদর সরিয়ে
মুছে দিতে ঘুমের ঘোর সূর্য নিয়ে এলো ভোর
জীবনের এই পথে শিখে নাও আলো ছায়ার সাথে চলেতে
সময়ের এই চলা প্রেরণা যাগাক প্রাণে এগিয়ে চলার কথা বলেতে
আগামীর স্বপ্ন চোখে ভাসুক তোমার দিনে রাতে
শুভ সকালের রোদ্দুর ছুয়ে নাও দুটি হাতে”
গুড মর্নিং