Skip to content
Home » bangla love sms | romantic message for girlfriend banglai font lekha

bangla love sms | romantic message for girlfriend banglai font lekha

love-sms-bangla

Bangla love sms: Hi বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি প্রেমের এসএমএস। আশা কোরি আপনাদের খুব ভালো লাগবে।

bangla love sms

bangla love sms
একটা হৃদয় একটা আসা একটা আমার মন
সেই মোনেতে থাকবে আমার কাছের প্রিয়জন
প্রিয়জন বাধবে বাসা আমার মোনেতে
কাটবে জীবন চলবো সাথে একিসাথে তে
bangla love sms
ইচ্ছে করে আজ তোমায় ভালোবাসতে
আজ ইচ্ছে করে মন খুলে তোমার সাথে হাসতে
ইচ্ছে করে আজ আকাশের তারা গুনতে
আজ ইচ্ছে করে বসে বসে তোমার কথা শুনতে
bangla love sms
আমায় ছেড়ে যেওনা দূরে কাছে তো আসো
আদর করে আমায় তুমি ভালো তো বাসো
ভালোবাসার নাম টি নিয়ে থাকবো চিরকাল
মনের খাতায় চিঠি লিখবো সকাল ও বিকাল

Popular linksfunny status for facebook || moner koster sms || Birthday wishes For Girlfriend || facebook status

bangla love sms
তুমি আমার চন্দ্র সূর্য আকাশের ওই তারা
তোমায় ছাড়া মন আজ হয়েছে পাগল পাড়া
তুমি আমার চাঁদের আলো আকাশের নীল পাখি
মন চায় আজ বসে বসে তোমার ছবি আকি
আকাশে বাতাসে উড়ে শিউলি ফুলের গন্ধ
ভালোবাসায় পাপ নেই তবু লোকে কোনো বলে মন্দ
লোকের কথা শোনা না কান রাখো বন্ধ
তোমার আমার ভালোবাসায় রয়েছে কতো ছন্দ
চাঁদের কাছে আকাশ প্রিয়, পাখির কাছে ফুল
তোমায় আমি ভালোবেসে করিনি কোনো ভুল
দুঃখের কাছে দুঃখ প্রিয় সুখের কাছে সুখ
স্বপ্নে আমার ভেসে ওঠে শুধু তোমার মুখ

bangla sms for girlfriend

bangla love sms
যদি কখনো ভুলে যাও আমাকে
মনে রাখবো তোমার কথা, ভুলবোনা তোমাকে
যদি চলে যাও অনেক দূরে
খুঁজে নিবো তোমাকে পৃথিবী ঘুরে
bangla sms for girlfriend
bangla love sms
অবুঝ মনের অবুঝ কথা, প্রকাশ করার নেই ভাষা
মনের ভাষায় রয়ে গেছে অবুঝ মনের কতো আসা
সব আসাই রয়ে গেছে বলার নেই কোনো ভাষা
মনের ভাষা বুঝে নিতে হয়, হয়তো সেটা ভালোবাসা
bangla love sms
মনের কথা মন কেনো কয়না
এতো জ্বালা মন আর শয় না
মনের কাছে মন তো থাকে না
কোনো কাজেই মন তো লাগে না

bangla romantic love sms

bangla love sms

bangla love sms

bangla love message

bangla love sms

নতুন দিনের নতুন স্বপ্ন, নতুন নতুন আসা
সব কিছুই মিলে মিশে হয়েছে ভালোবাসা
নতুন দিনের নতুন সব নতুন লাগে তোমাকে
নতুন করে খুঁজে পেলাম আমার মন টাকে
কপালে ছুইয়ে দিবো সিঁদুরের ওই লাল
এক সাথে বাধবো বাসা থাকবো চিরকাল
বাসা আমাদের ভাঙবে না যতই আসুক ঝড়
সারাজীবন থাকবো সাথে হবো না আমরা পর
দুটি মানুষের দুটি দিল
তার মধ্যে কতো মিল
দুটি মনের দুটি আসায়
এক হয়েছে ভালোবাসায়
রাতের বেলা চাঁদের আলো দেয় উকি ঝুঁকি
তোমায় ভালো বেসে আমি হয়েছি সর্ব খুশি
চাঁদের আলোয় মুখটা তোমার, আমার ভালো লাগে
আমি যাকে ভালোবাসি ম্যাসেজ টি দিলাম আমি তাকে
মেঘলা আকাশে রোদের ছোঁয়া মিষ্টি হাসি দেয়
ভালোবেসে আদর করে মনটা নিয়ে নেয়
তোমার মুখের মিষ্টি হাসি আমার ভালো লাগে
আমি যাকে ভালো ম্যাসেজ টি দিলাম আমি তাকে
বাতাসে মিশে গেছে কতো সুরের গান
সেই গানেতে লুকিয়ে আছে আমার এই প্রাণ
গানের সুরে তোমার কথা বলি বার বার
একটি জীবন একটি প্রাণ তুমি যে আমার আমি যে তোমার
bangla lekha sms
bangla lekha sms
মনটা আমার ছুটে ছুটে তোমার কাছে যায়
শোনে না কারো কথা শুধু তোমাকেই চায়
মনটা আমার বসে থাকে তোমার অপেক্ষায়
একি সুরে বসে বসে কতো গান গায়
bangla lekha sms

bangla romantic sms

নীল আকাশের নীল পাখি
মন চায় সারাদিন তোমার চোখে চোখ
মেলে তাকিয়ে থাকি
দিওনা আমাকে ফাঁকি
আমি যে তোমায় কতো ভালোবাসি
ভোরেতে পাখির ডাক
হয়েছি কুপোকাত
ধরতে গিয়ে রঞ্জনা
তোমার হাত
আকাশের নীল পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি
আমি এখন সারাদিন বসে বসে
তোমার ছবি আকি

bengali love sms

জীবনে চলার পথে
যদি আসে কোনো বাধা
হাত টা ছাড়বো না
দিলাম আমি তোমায় কথা
ও আমার চাঁদের আলো
লাগছে তোমাকে খুব ভালো
তোমার ওই হাত টা ধরে রাখবো
সারাজীবন একি সাথেই থাকবো
একবার বলি বার বার
বলি হাজার লক্ষ বার
তুমি আমার আমি তোমার
তুমি যে আমার
lovely sms bangla
যদি কখনো মনে হয় একা
যেখানেই থাকি না কেনো দিবো তোমায় দ্যাখা
মনে যদি কষ্ট আসে
থাকবো আমি তোমার পাশে
যদি কখনো কান্না পায়
মুছিয়ে দিবো জল মনের অন্তরায়
Bangla romantic sms kobita

love sms banglai

Bangla romantic sms kobita
আমার এই মনে তোমার ছবি আঁকবো
সারা জীবন এক সাথে পাশে পাশে থাকবো
দূরে কোথাও চলে গেলে
বুকে টেনে রাখবো
তুমি আমার ভোরের বেলার
মৃদু মৃদু হওয়া
তুমি আমার জীবনের
একমাত্র চাওয়া পাওয়া
রংঙেতে রাঙিয়ে দিবো
তোমার দুটি গাল
এভাবেই বাসবো ভালো
তোমায় চিরকাল
আমার এই মনটা শুধু
তোমার কাছেই থাকে
যত্ন করে রেখে দিয়ো
ফেলে দিয়ো না ফাঁকে
ভালো লাগে আকাশের তারা গুলো গুনতে
ভালো লাগে বসে বসে তোমার কথা শুনতে
ভালো লাগে তোমার ছবি আমার মনে আঁকতে
ভালো লাগে তোমাকে আমার বুকে জড়িয়ে ধরে রাখতে
চাঁদের ওই মিষ্টি হাসিতে
তোমার ওই সুন্দর আখিতে
কতো স্বপ্ন দেখেছি
মনে যত্ন করে রেখেছি
valobashar sms bangla lekha

valobashar sms bangla font

Bangla romantic sms for love
Bangla romantic sms for love
valobashar sms bangla
Bangla romantic sms for love
Bangla romantic sms kobita
রাতের ওই অন্ধকার
দিনের ওই আলো
কেনো আমায় লাগে
তোমাকে এতো ভালো
আমি যতো দিন তোমার পাসে থাকবো
শুধু তোমাকেই ভালোবাসবো
আমি যতো দিন তোমাকে মনে রাখবো
শুধু তোমার হাতেই আমার হাত টা রাখবো
মনটা তোমারই থাক, তাতে একটু জায়গা দিয়ো
ঘর তা তোমারই থাক, আমাকে থাকতে দিয়ো
যতই আমি দূরে থাকি, একটু ভালোবেসো
মন চায় আজ কতো গান করতে
মন চায় আজ তোমার হাত টা ধরতে
মন চায় আজ সারাদিন হাসতে
মন চায় আজ তোমাকে ভালোবাসতে