bengali joke – ফানি ক্যাপশন বাংলা
bangla funny status
😄 বর্তমান পৃথিবীতে ডায়াবেটিসের আশঙ্কা এতটাই বেড়েছে যে,
আমরা কেবল মিষ্টি খাবার ত্যাগ করা ছেড়েছি না,
মিষ্টি কথা বলাও ছেড়ে দিয়েছি,
😄 আজ কাল যাকেই দেখি কাদতে দেখি,
মনে হয় এই কান্নার পেছুনে কোনো ভালোবাসার টিসু পেপার কোম্পানির সড়যন্ত্র রয়েছে,
😄 আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম। রাতে ঘুমের ঘোরে দেখলাম আমাকে চুমু দিচ্ছে। আমি সহ্য করতে না পেরে উঠে মশা মেরে আবার ঘুমিয়ে পড়লাম। আপনারা কি ভেবেছিলেন??
😄 যখন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না, দুনিয়া টা ঝাপসা হয়ে আসবে। তখন তুমি আমার কাছে এসো। . . তোমাকে চোখের ডাক্তার দেখাবো।
Best Gift suggestions
😄 এখন আমার হাতে এক বোতল বিশ। আমি মুক্তি পেতে চাই এতো জালা আমার আর এখন সহ্য হয় না। জানি এটা পাপ। এতো যন্ত্রণা আর ভালো লাগে না। তাই যাচ্ছি ইদুর মারতে।
😄 সে আসলো, আমার উপর বসলো, আমাকে জড়িয়ে ধরলো, পরে কামর, চুমু দিল। তারপর নিজের প্রয়োজন মিটিয়ে চলে গেল। খারাপ চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা ভাবনা কর। ঐটা একটা মশা ছিল।
😄 ভালো ভাবে থাকার চেষ্টা করেছি কিন্তু আনন্দ খুঁজে পাইনা,
খুশি সবসময় আসে যখন পাগল টাইপ আচরণ করি।
😄 হ্যালো ডিয়ার! এই যে আমার দৈনন্দিন জীবনের সমস্যা গুলো,
দয়া করে আমাকে কিছু ডিসকাউন্ট দিন,
আমি আপনার নিয়মিত গ্রাহক,
😄 হতে পারে প্রেম অন্ধ, তবে বিবাহের পর চোখ আপনা থেকেই খুলে যায়, আর বাস্তব চিত্র ধরা পরে,
Popular links –
bangla funny status & image
bangla funny status for facebook & whatsapp jokes image
😂 প্রত্যেক মানুষের একবার প্রেমে পড়া দরকার, যাতে সে যেনো বুঝতে পারে যে কেনো প্রেম করা উচিৎ নয়,
😂 চাঁদ খুব অদ্ভুত একটি জিনিস, শৈশবে যখন তার দিকে তাকিয়ে থাকতাম মনে হতো মামু, আর এখন যখন তাকাই মনে হয় ওটা আমার জানু,
😂 Gf এর সাথে তর্ক করা মানে grandmother কে smartphone ব্যাবহার করা শেখানো,
bengali joke
😂 আমার একটি gf/bf এর প্রয়োজন, কারণ আমি কখনও পেত্নী/গরু দেখিনি,
😂 দুজন মহিলা একে অপরের সাথে কতপকথন, এখন যা যুগ এসেছে মঙ্গল সুত্র পরলে ইয়াংগ ছেলেরা তাকায়, আর সোনার গহনা পরলে চোরের ভয়,
Bangla funny golpo sms teacher student
🤨 Teacher, Student কে জিজ্ঞেস করলে, বলতো মুরগির কেন জিরাফের মতো লম্বা হয় না ?
Student বললো, কারণ, তাহলে ডিম্ মাটিতে পরে ফটাশ করে ফেটে যেত.
🤨 Madam ক্লাসে একটা ছেলেকে বললেন এই তুই ক্লাসে ঘুমাচ্ছিস কেন?
Student বলল : ম্যাডাম আপনার কণ্ঠস্বর এতই মধুর শুনলে আমার ঘুম এসে যায়.
Madam: তাহলে অন্যরা ঘুমোচ্ছে না কেন?
Student: কারণ তারা কেউ আপনার কথা শুনছে না
🤨 ক্লাসে বেশকিছু জাতের মুরগির ছবি দেখিয়ে টিচার পল্টু কে বলল :
তোমার কোন ধরনের মুরগি পছন্দ পল্টু ?
পল্টু বলল : ঝলসানো মুরগী স্যার স্যার
🤨 Teacher: রতন, জলে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলো
Roton: ব্যাঙ.
Teacher: আর বাকি চারটা ?
Roton:ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের ভাই, ব্যাঙের বোন, ব্যাঙের প্রেমিকা.
bengali joke
🤨 Teacher: Bolto poltu, ghorar matha utton dike thakle lej kon dike ?
Poltu: Dokkhin dike sir.
Teacher: Hoi ni, nicher dike.
🤨 Teacher: তুহিন, তুমি হোম ওয়ার্ক করোনি কেন ?
তুহিন: স্যার আমি তো হোস্টেলে থাকি, আপনি হোমওয়ার্ক করতে বলেছেন হোস্টেল ওয়ার্ক করতে বলেননি.
Bangla funny golpo sms jokes doctor patient
Bangla funny golpo sms jokes doctor patient
🤨 Doctor: আপনার ছেলের দাঁত তুলে দিয়েছি, এবার জলদি ৫০০ টাকা দিন.
Patient er baba: কিন্তু আপনার ফী তো ১০০ টাকা.
Doctor: আপনার ছেলের চিৎকারে যে আমার আরো ৪ তা রুগী যে ভেগে গেল, সেই টাকা কে দেবে শুনি ?
🤨 Patient: স্যার, আমার সমস্যা হলো আমি সব কিছুই দুটি করে দেখি.
Doctor: হুম, রোগ তা বেশ জটিল, দেখছি কি করা যায়, আচ্ছা এখন সামনের ওই খালি চেয়ার তা তে বসুন.
Patient: খালি চেয়ার তো দুইটা কোনটাতে বসবো ?
🤨 Patient: সার আমার কানে একটা মাছি ধুকে গেছে.
Doctor: কখন ধুকেছে?
Patient: সকাল ৭ টায়.
Doctor: এখন দুপুর ১২ টা বাজে, আপনি আরও আগে আসেননি কেন ?
Patient: আমি ভাবছিলাম, সকাল ৬ টার সময় আমার কানে যে মসা টা ঢুকেছিল, মাছি টা ওটাকে বেড় করে আনতে গেছে, কিন্তু এখন দেখছি কনটাই বেড় হচ্ছে না।
bengali joke
🤨 Doctor: এখন কেমন আছেন?
Patient: ভালোই, তবে আমার ছেলে বলছিলো, আমার এই অপরাশন এর জন্য আপনি অনেক বেশি টাকা নিয়েছেন
Doctor: দেখুন, আপনার ছেলের কাছে আপনার জীবন তা সস্তা মনে হতে পারে, কিন্তু আমি ডাক্তার, আমার কাছে রুগির জীবন এতো সস্তা নয়.
🤨 Patient: হ্যালো, এটাকি 888 888 888 ?
Hospital: Haa,
Patient: প্লিজ আমাকে একজন ডাক্তার ডেকে দিন, আমার আঙ্গুল ফোন এর ডায়াল আ আটকে গেছে.
Bangla funny sms story premik-premika
🥰 Premika: তুমিকি বিয়ের পর যে আমাকে এত বেশি ভালো বাসবে ?
Premik: কেন বাসবো না ? আমার বিবাহিত মেয়েদের খুবই ভালো লাগে.
🥰 Premik: প্রিয়তমা, আমি যে কত টাকা মাইনে পায়, বিয়ের পর তাতে কি তোমার চলবে ?
Premika: আমার তো চলে যাবে , কিন্তু তুমি চলবে কিভাবে ?
🥰 Premik: আমি মনে হয় তোমাকে বিয়ে করতে পারবো না.
Premika: কেন ?
Premik: আমার বাসায় বেপার তা মেনে নেবে না.
Premika: কে কে আছে তোমার বাসায় ?
Premik: আমার স্ত্রী আর দুই সন্তান.
Funny status on whatsapp in bengali
😄 কিছু কিছু লোকের সেলফি দেখে মনে হয়, ওই সমস্ত মানুষের ফোনে ফ্রন্ট ক্যামেরার পরিবর্তে পিস্তল থাকা দরকার ছিল
😄 একটি মেয়ের ফোনে ব্যাংক থেকে কল এলো, ব্যাংক কর্মী: হ্যালো ম্যাডাম আমি ব্যাংক থেকে বলছি আপনার কিএ ক্রেডিট কার্ড প্রয়োজন, মেয়ে টি বললো না আমার বয়ফ্রেন্ড আছে।
😄 আমার girlfriend/boyfriend এখন ইংরেজি বইয়ের মতো হয়ে গেছে, পড়তে ভালো লাগে কিন্তু বুঝতে কিছুই পারিনা,
😄 সূর্যের আলো নিভিয়ে দিয়ে, চাঁদের আলো দিনে দেখাবো, তুমি যদি হ্যাঁ বলো প্রথম প্রেমকে ভুলে যাবো,
😄 একটি মেয়ের কাছে অন্য কোন মেয়ের প্রাংশা করা, চৈত্র মাসের রোদের মতো না পুড়েই ছাই।
😄 সময় নষ্ট যখন করবো ফেসবুকেই সবার সবার সাথে করবো, একা একা বসে বসে সময় কেনো কাটাবো।
😄 এটা সবাই জানে যে আমার হৃদয় বিশাল সমুদ্র, কিন্তুু এই সমুদ্রে একটি মাছেরও বাঁসা নেই, খুব দুঃখের বিষয়।
😄 সবসময় বন্ধুদের কথা মন দিয়ে শুনতে হয়, কারণ তাদের কথা বাড়ির কেউ শোনেনা।
bengali facebook funny status bangla jokes
😄 শুধু শুধু আমাকে Facebook আর WhatsApp এ খুঁজে সময় নষ্ট করে লাভ নেই, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে আমি এখন ব্লাঙ্কেট এর মধ্যে হারিয়ে গেছি।
😄 তোমার মনে হারিয়েছে এই মন, কি যে করি আমি পাইনা খুঁজে এখন,
😄 মনে মনে আঁকব ছবি হৃদয়ে নিয়েছে রঙতুলি,
একটু তোমার WhatsApp নাম্বার দাও দু-একটা কথা বলি,
Bengali funny caption for facebook
😄 কিছু কিছু প্রেম সরকারি কেসের মতো হয়,
না ফাইল বন্ধ হয় আর না এগিয়ে যায়,
মাঝ খানেইই থমকে থাকে,
😄 বাবা ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার পড়াশোনা কেমন চলছে?
ছেলে: পড়াশুনা চলতে চলতে অনেক দূরে চলে গেছে বাবা,
😄 ভালোবাসার রাস্তায় শুধু ব্যাথা আর ব্যথা,
আমি ভাবছি ওই রাস্তায় একটা মেডিকেল সপ খুলবো!
দরুন চলবে,
😄 যৌবনে এমন কেলেঙ্কারি করো যা বুড়ো বয়সে কাহিনী বলা বলা শেষ না হয়,
😄 মেয়দের হাসি আর যে বলে তোমাকে ভালোবাসি তাদের উপর কখনও এই দুটো বিষয়ে কখনোই ভরসা করতে নেই,
funny status for facebook whatsapp
😄 এখনকার বেশির ভাগ Relationship ফেসবুক আর হোয়াটসঅ্যাপ BLOCK এর মাধ্যমে শেষ হয়, কি যুগ এলো!
😄 আজকাল ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং হ্রাস হওয়া আয় এর উপর ভিত্তি করে,
আধার কার্ড নয়, ক্রেডিট কার্ডের বেশি প্রয়োজন,
😄 Gf রা বেশি মিথ্যা কথা বলে কারণ, Bf রা সবসময় সত্যির প্রশ্ন গুলো করে,
😄 10 মিনিটের কথা বার্তায় বিবাহ ফিক্স হয়ে যায় কিন্তু 1 ঘন্টার ইন্টারভিউ দিয়েও চাকরি মেলেনা।
😄 ভেবেছিলাম জীবনের প্রতিটি বাঁকে তোমাকে পাবো, কিন্তুু কত দূর চলে এলাম একটা বাঁকও চোখে পড়ল না।
😄 আজকাল মেয়েরা ছেলের থেকে কোনো অংশেই কম নেই, কেননা মেয়েরা বাড়ির কোনো কাজই করেনা।
😄 মাঝে মাঝে ভবি আমার জীবনে এতো দুঃখের কারণ হল, ফেসবুক আর হোয়াটসাপে পাওয়া ভগবান সম্পর্কিত ছবির মেসেজ বার্তা গুলো 10 জনের কাছে শেয়ার না করার ফল।
bangla funny sms for friend
1st friend: পৃথিবীর সব কিছুর দাম বাড়লেও কেরোসিন তেলের দাম বাড়ছে না কেন ?
2nd friend: সারা প্রথিবীর অবস্থ তো কেরোসিন, দাম বাড়ার আর কি দরকার ?
রোগ হলে ডাক্তারের কাছে যাও। কারণ ডাক্তার কে খেয়ে বাঁচতে হবে। ঔষধ কেনো, কারণ দোকানদার কেও খেয়ে বাঁচতে হবে। কিন্তু তুমি ঔষধ খেওনা,, কারণ তোমাকেও বাঁচতে হবে।
আমি বলতে চাই- বলতে পারিনাই । আমি জানাতে চাই- জানাতে পারিনাই । আমি বুঝাতে চাই- বুঝাতে পারিনাই । আজ সময় এসেছে তাই বলছি, তুমি আমার বাসাই মুরগি চুরি করতে কেন গিয়েছিলে ? উত্তর দাও…!
ফুলের মাঝে ভ্রমর আসে, নদীর ওপর নৌকা ভাসে, শিশির নাচে সবুজ ঘাসে, রাতের মাঝে জোছনা হাসে। আর কিছু মেয়েদের ভালোবাসায় ফরমালিন আছে।
যেখানে ভালোলাগা, সেখানেই ভালোবাসা। যেখানে ভালোবাসা, সেখানেই প্রেম। যেখানে প্রেম, সেখানেই ব্যাথা। আর যেখানে ব্যাথা, সেখানেই টাইগার বাম মলম।
অদ্ভুত কিছু আবেগ, অজানা কিছু অনুভূতি। অসম্ভব কিছু ভালো লাগা, হয়তো বা কষ্টের ভয়, একাকীত্ব নিরবতা। এই নিয়ে আমাদের টয়লেটে বসে থাকা।
ভেবে ছিলাম তুমি অনেক আপন ” ভেবেছি পাশে থাকবে সারাজীবন ” কেন তুমি ভাংলে আমার মন? আসলেই তুমি একটা ফক্কিনির বাচ্চা, ,,,,
Best bengali funny jokes for friends on fb and whatsapp
কি করে সেইসব বন্ধুদের সাথ আমি ছেড়ে দেবো, যাদের বিগড়ে যাওয়ার প্রধান কারণ ছিলাম আমি,
bengali funny jokes, funny status for friend
1st friend: কি করছিস আজ কাল ?
2nd friend: সৎ পথে বেবসা করার চেষ্টা করছি.
1st friend: তাহলে তো তোর এক চেটিয়া বেবসা, তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নেই.
1st freind: বোল্ট কুকুর রা বিয়ে করে না কেন ?
2nd freind: একটা মালিক তো আছেই আরেকটা মালিক দিয়ে কি করবে.
1st freind: পরের জন্মে তুই কি হতে চাস ?
2nd fneird: তোষক, তাহলে সারা জীবন শুয়েই কাটানো যাবে.
1st freind: আমাকে দশ তা টাকা ধার দিবি ?
2nd freind: দিতে পারি, কোবে ফেরত দিবি ?
1st freind: ২ দিন পরে.
2nd freind: যদি না ডিশ, তাহলে তোর সাথে আর কোনো ডন কথা বলেন না.
1st fneird: তাহলে ৫০ টাকা ধার দে.
1st freind: একটা বেকুব কে কিভাবে টেনশন এ রাখা যায় জানিস ?
2nd freind: না জানিনা, বলনা কিভাবে ?
1st freind: কাল বলবো.
1st freind: তোকে যে টিয়া পাখিটা দিয়ে ছিলাম, সেটা কেমন লাগলো ?
2nd freind: দারুণ সুস্বাদু ছিল.
1st freind: বলিস কি ! পাখিটা আমি ৫০০ টাকা দিয়ে কিনেছিলাম, আর ঐটা ৭ তা ভাষায় কথা বলতে পারতো.
2nd freind: কোই জবাই করার সময় তো কিছুই বললো না.
আমি একদিন আমার এক বন্ধুর থাপ্পড় মেরে গাল লাল করে দিলাম, কারন সে বলেছিল শারীরিক অত্যাচার সহ্য করা যায় কিন্তু ভালোবাসার অত্যাচার সহ্য করা যায় না।
আমার সাথে বন্ধুত্ত্ব করেছো তো মরেছ, যখন তখন দেবো এস এম এস ছেড়ে, বুঝবে তখন যে, কি জ্বালাতনে তুমি পড়েছ।
কতো ঝড়-মেঘ দুঃখ-হাসি মানুষের জীবনে,
মনটা শুধু ভরে ওঠে বন্ধু তোর আগমনে
1st frnd: ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হয়.
2nd frnd: লাভ হলো কিছু ?
1st frnd: ঘোড়ার ওজন ১০ কগ কমে গেছে.
1st frnd: তোর জন্ম দিন কোন তারিখে ?
2nd frnd: 20 june.
1st frnd: কোন বছর ?
2nd frnd: প্রতি বছর.
1st frnd: বুজলি, পরীক্ষা এলেই আমি বুজতে পারি, দিন আর রাতের মধ্যে কোন পার্থক্য !
2nd frnd: কিভাবে ?
1st frnd: সকালে ঘুম থেকে উঠে ভাবি, যে করেই হোক, ৮০% নম্বর পেতেই হবে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবি, ও খোদা কোনো মতে পাশ করলেই হয়.
পরীক্ষা দিয়ে বের হয়েছে দুই বন্ধু.
1st: কিরে কেমন পরীক্ষা দিলো ?
2nd: কিচ্ছু পারি নি, একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি.
1st: হায় হায় ! করিছিস কি ? আমিও তো একদম সাদা খাতা জমা দিয়ে এসেছি, স্যার তো মনে করবে আমি তোর খাতা দেখে নকল করেছি.
দুই বান্ধবীর মধ্যে আলাপ:
1st: ছেলেটার এত বড় সাহস আমাকে চুমু দিয়ে !
2nd: তাকে বলে দিলেই তো প্যারিস.
1st: প্রতি বাই এ তো বলি.
অতীত কালে ইয়াং জেনারেশন দের মধ্যে লক্ষ্য ছিল বড় হয়ে ডাক্তার হবো, ভবিষ্যতের লক্ষ্য ছিলো বড়ো হয়ে পুলিশ হবো, আর এখন বর্তমানে ছেলে পুলেদের লক্ষ্য হলো ভাই আমি একটা তোর WhatsApp একটা লিঙ্ক সেন্ড করেছি ক্লিক কর 50 পাবি।
সফল জীবন কাকে বলে? যে জীবনে কোনো সখ নেই তাকেই সফল জীবন বলে,
1st frnd: কিরে দোস্ত মন খারাফ কেন ?
2nd frnd: আর বলিস না একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়ে ছিলাম.
1st frnd: টাকা দেই নাই ?
2nd frnd: না, বইটা উনি নিজেই কিনে এনে
আগে একটি ২০ টাকার বল কেনার জন্য ১১ জন বন্ধু মিলে টকা সংগ্রহ করা হতো, আর আজ একটি বল কেন হাজারটা বল একাই কিনে আনতে পারবো, কিন্তু খেলার জন্য বন্ধু নেই কি ভাগ্য মাইরি,
এখন যাদের তাড়াহুড়ো করে বিয়ে করতে দেখি তাদের দেখে যীশু পিতার সেই বিখ্যাত বাণী মনে পরে যায়, “হে ঈশ্বর ওকে ক্ষমা করে দাও, ও জানে না ও কি ভুল করছে”
সেন্টেরফ্রুট, চুইংগাম, মেন্ট্রোফ্রেস্ এই জাতীয় খাবার খাবার সময় পেটও ভাবতে থাকে সলা খাচ্ছে টা কি? নিচে নামার নাম নেই!
মেয়েদের একটা special গুণ আছে তারা শোনে 2 লাইন বোঝে 1 লাইন আর কথা বাড়ায় 5 লাইন.
Funny status for girlfriend in bengali font
🥰 শাড়ির সাথে ম্যাচিং করা লিপস্টিকটাও দামি, তুমি পয়সাওয়ালা বাপের মেয়ে জেনে গেছি আমি, তবু তুমি করলে দেখা দিলে আমায় ডেট, সুযোগটাও হাতছাড়া নয় করতে আমি সেট, তোমায় নিয়ে স্বপ্ন আমি দেখি অন্তহীন, প্রানের সাথী হয়ে তুমি থাকবে চিরদিন,
Funny status for girlfriend in bengali,
🥰 কি যুগ এলো ক্লাস 11 – 12 তো দূরের কথা এখন ক্লাস এইট থেকেই উড়ার ডানা গজিয়ে উঠেছে, অবাক কান্ড!
🥰 যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে চিন্তার কোন কারন নেই, তার বপের নাম ধরে ডাক ঠিক তেরে ছুটে বেরিয়ে আসবে।
🥰 বউয়েরা কোথাও বেড়াতে গেলে 10 দিন আগে থেকে ব্যাগ গুছিয়েও শেষ করে উঠতে পারেনা, আর ঝগড়া করে যখন বাপের বাড়ি যায় 1 মিনিটও লাগেনা গোছ-গাছ করতে।
🥰 শীতে চান করার সময় মিঠুন দার সেই বিখ্যাত ডায়লগ পারফেক্ট ম্যাচ করে যায়, “প্রথম কাপুনি তার পর ঝাকুনি”,
🥰 খুব টনশনে আছি বিয়ে হচ্ছেনা, এর কারণ কি? ভেবে দেখি! ছোটো বেলায় যাদের সঙ্গে বর বউ খেলিছি, তাদের তো এখনও ডিভোর্স দেয়াই হয়নি,
Bangla funny sms jokes husband wife
🥰 Hus: জলদি ঘরের সব দামি জিনিস পত্র লুকিয়ে ফেলে, আমার কিছু বন্ধু বারো আসছে.
Wife: কেন, তোমার বন্ধুরা কি সে সব চুরি করবে নাকি ?
Hus: না, নিজেদের জিনিস চিনে ফেলবে.
🥰 একদিন ঘুম থেকে রোটন তার wife কে বলো, “আজকের সকল টা সুন্দর”
পর দিন ও ঘুম থেকে উঠে বললো “আজকের সকল টা সুন্দর”
এর পরের দিন ও একই ঘটনা. এভাবে ১ সপ্তাহ গেলো.
তার স্ত্রী বিরক্ত হয়ে বলল: প্রতিদিন এই একই কথা বলার মানে কি ?
Roton বলল: সেদিন ঝগড়ার সময় তুমি বলে ছিলে, “কোনো এক সুন্দর সকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে.
bangla funny sms new for wife
🥰 এক লোক sms করেছে তার বৌ কে ” কি করছো সোনা ?”
Bou: I am dying.
লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখলো ” Sweer heart, আমি কীভাবে বাঁচাব তোমাকে ছাড়া ?”
Bou: ধুর বোকা, আমি আমার চুল dye করছিলাম.
🥰 Stri: তোমার কি মনে আছে, কাল আমাদের ১৩ তম বিবাহ বার্ষিকী ?
Sami: হুম, তো কি হয়েছে ?
Stri: এই দিনটি কি করে পালন করবে বলতো ?
Sami: তুমি কি করে পালন করবে তা জানি না, তবে সকালে ঘুম থেকে উঠে ২ মিনিট নীরবতা পালন করবো.
🥰 স্বামী স্ত্রীর জোগরার পর, সময় বাসা থেকে চলে গেছেন. তাদের মধ্যে মোবাইল এ কথা হচ্ছে:-
Sami: আজ রাতের খাবার কি ?
Stri: বিষ আছে বিষ.
Sami: ঠিক আছে, তুমি খেয়ে শুয়ে পরো, আমি ফিরতে আরো দেরি হবে.
🥰 কঠিন জোগরার পর স্ত্রী রাগ করে বসে আছে,
Sami: মুশ তাকেই থাপ্পর মারতে পারে, যাকে কিনা সে প্রচন্ড ভালোবাসে,.
একথা শুনেই স্ত্রী তার স্বামীর গালে কষে ২ থাপ্পর মেরে বললো:-
তুমি কি ভাবছ যে আমি তোমাকে ভালোবাসি না ? দেখলে এবার আমি তোমাকে দিগুন ভালোবাসি.
🥰 স্বামী স্ত্রীর মদদে কথা হচ্ছে:-
Stri: আচ্ছা, আমি যদি মরে যাই, তাহলে তুমি কি করবে ?
Sami: পাগল হয়ে যাবো.
Stri: তুমি কি পরে আবার বিয়ে করবে ?
Sami: পাগল তো সব কিছুই করতে পারে, তাই না ?
bangla funny sms love
🥰 Premik: কোথায় যাবে, তোমার বাসায় নাকি আমার বাসায় ?
Premika: দুই জায়গাতেই, তুমি আমার বাসায় আর আমি তোমার বাসায়.
🥰 Boy: আমিকি তোমার হাত তা ধরবো ?
Girl: না থাক, ঐটা অতি ভারী না, আমি নিজেই বইতে পারবো.
🥰 মন্টু ভীষণ দুঃখী, তাই দেখে একজন তাকে জিজ্ঞাসা করলো কি ব্যপার বস এতো মন খারাপ কেনো? মন্টু বললো আর বলবেন না ভাই প্লাস্টিক সার্জারি করার জন্য আমার এক বন্ধু অনেক গুলো টাকা ধার নিয়েছিল, এখন আর তাকে চিনতে পারছিনা
🥰 পৃথিবীর সবচেয়ে বিপদজনক জন্তু হলো হরিণ যে সত্য যুগে রাম আর কলিযুগে সালমান খানের চোখের ঘুম কেড়ে নিয়েছে,
🥰 একটি ছেলে একটি ময়েকে বললো তোমার মনটা আমাকে দেবে? মেয়েটি বললো কি হবে মন দিয়ে? ছেলেটি বললো ভালো বাসবো, মেয়েটি বললো ঠিক আছে কাল দেবো……. কাল মেয়েটি একটি পাখি ধরে এনে ছেলেটি কে দিয়ে বললো এই নাও, ছেলেটি বললো এটাতো পাখি, মেয়েটি বললো মনতো পাখি,
🥰 গার্লফ্রেন্ড থাকলে সাথে দিতে হবে রেস্টুরেন্টের বিল, দূরে থাকলে ভরতে হবে মোবাইলের বিল, তাই নিজেকে রাখো একা লাগবেনা কোনো টাকা,
🥰 জীবন তো কটা দিনের জন্য মাত্র, ভালোবাসা সবার জন্য সমান সমান আমার গার্লফ্রেন্ড হোক বা অন্যের কিছু যায় আসেনা,
Funny jokes bangla status
😄 নন্টু: স্যার আমি একটা জিনিস আবিষ্কার করেছি যার সাহায্যে আপনি দেয়ালের এপার থেকে ওপার পর্যন্ত দেখতে পাবেন,
স্যার: বাহ! ভেরি interesting তা সেটা কি?
নন্টু : স্যার সেটা ছিদ্র,
স্যার: কাছে আয় লাগাই তোকে একটা থাপ্পর,
😄 অক্ষয় কুমারের ছবি toilet যেদিন রিলিজ হয়, গার্লফ্রেন্ড কে বললাম চলো দুজনে toilet দেখতে যাই, যেই বলি অমনি একটা থাপ্পরেরে সাথে love breakup হয়ে গেলো,
😄 একটি মেয়ে পারফিউম স্প্রে করে বাসে উঠেছে, একটি ছেলে তখন তার বন্ধু দের সঙ্গে কটপকথন করে বলছে আজকাল ফিনাইল এর ব্যাবহার এতো বেড়েছে…..! মেয়েটি তা শুনে তখন বললো তবু আরশোলা গুলো মরছে না………
😄 দেখাশোনা করতে গিয়ে পাত্র পাত্রীর মধ্যে কথা হচ্ছে পড়াশোনা কতো দুর করেছো, পাত্রী বললো MF.I.A.S,
ছেলেটি নিজের কথা ভেবে মনে মনে চিন্তা করলো, আমাকে যদি রিজেক্ট করে দেয়, তাই আর বেশি কিছু জিজ্ঞাসা করলোনা,
কিছু দিন পর বিবাহ সম্পন্ন হলো, ছেলেটি বউকে জিজ্ঞাসা করলো আচ্ছা এম.এফ.আই.এ.এস এর মানে কি? বউ বললো “ম্যাথ ফেইল ইন অল সাবজেক্ট” শুনে ছেলে অজ্ঞান……,