Skip to content
Home » দিলিপ ঘোষ জীবনী || dilip ghosh biography

দিলিপ ঘোষ জীবনী || dilip ghosh biography

dilip ghosh biography

dilip ghosh biography

দিলীপ ঘোষের জীবনী

জন্ম1 আগস্ট 1964
জন্ম স্থানকুলিয়ানা, গোপী বল্লভপুর, পশ্চিমবঙ্গ, ভারত
বয়স55 বছর
পেশারাজনীতিজ্ঞ
অভিভাবকপিতা – ভোলানাথ ঘোষ মা – পুস্পলতা ঘোষ
ডাকনামনারু
জাতীয়তাভারতীয়

বাংলা বা বাঙালির কাছে আজ দিলীপ ঘোষ নামটি অত্যন্ত পরিচিত। বিশেষ করে যদি আপনি বাংলা রাজনীতির প্রতি একটু আগ্রহী হন।

পশ্চিম মেদিনীপুর এর সুবর্ণরেখা নদী ঘেরা সুন্দর ছবির মতন একটি গ্রাম কুলিয়ানা। যেখানে ১ অগাস্ট ১৯৬৪ সালে জন্ম এক অদ্ভুত প্রতিবাদ। স্বর্গীয় ভোলানাথ ঘোষ ও পুস্পলতা দেবীর চার সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র হলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শান্ত সাহসী এবং বন্ধুবৎসল। গ্রামের প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি মামাবাড়িতে থেকে তার স্কুলজীবন শেষ করেন। ছোটবেলা থেকেই মানুষের সেবা করার প্রতি তার আগ্রহ ছিল উদাহরন দেবার মতন।

দিলীপ ঘোষ এর প্রাথমিক পড়াশোনা পশ্চিম মেদিনীপুর জেলা গোপিবল্লবপুরে, তার পর ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ। পড়াশোনা শেষ করে ২ বছর কাজ ও করেন শিক্ষানবিশ হিসেবে মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা কম্পানিতে।

কিন্তু তার মন পড়েছিল মানুষের সেবার দিকে। ছোটবেলা থেকেই তিনি রাষ্ট্রীয় সেবক সংঘের ভাবধারা অনুসরণ করতে শুরু করেন আর সেখানেই হয়তো তার জীবনের ভিত তৈরি হয়ে গেছিল।

ছোটবেলা থেকেই কর্তব্য নিষ্ঠা এবং সততা তার চারিত্রিক গুণাবলী গুলোর মধ্যে অন্যতম। আর হয়তো এই কারণেই আর.এস.এসের আনদাবান নিকোবর দ্বীপপুঞ্জ শাখার দায়িত্ব আসে তার ওপর এবং এই দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পূরণ করেছিলেন।

রাজনৈতিক জীবন

২০১৪: বিজেপিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক নিযুক্ত হন।

২০১৫: বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসাবে নিযুক্ত।

২০১৬: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর আসনের এম.এল.এ নিরবাচিত হন।

to be continued ……